# #

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের উপাচার্য

Shimul hossain
নিউজ প্রকাশের তারিখ : Jan 19, 2025 ইং
ছবির ক্যাপশন: ছবির ক্যাপশন:
#
প্রায় আড়াই মাস উপাচার্যহীন ছিল চুয়েট। দীর্ঘ সময় উপাচার্য না থাকায় একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট সভা, নিয়োগ, পদোন্নতি, প্রকল্পের কাজসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে যায়। গত ৩০ অক্টোবর দায়িত্ব নেওয়ার পর থেকেই সেগুলো সচলে চেষ্টা করে যাচ্ছি।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গণ-অভ্যুত্থানে ছাত্রদের ওপর হামলাকারী ও ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী ছাত্রলীগের সদস্যের শাস্তির আওতায় আনার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে তাঁদের শাস্তি নিশ্চিত করা হবে। মাদক ও র‍্যাগিং নামক ব্যাধি নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি। হলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হল প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীরাও আমাদের সহায়তা করছেন।প্রায় আড়াই মাস উপাচার্যহীন ছিল চুয়েট। দীর্ঘ সময় উপাচার্য না থাকায় একাডেমিক কাউন্সিল, সিন্ডিকেট সভা, নিয়োগ, পদোন্নতি, প্রকল্পের কাজসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম স্থবির হয়ে যায়। গত ৩০ অক্টোবর দায়িত্ব নেওয়ার পর থেকেই সেগুলো সচলে চেষ্টা করে যাচ্ছি।

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে গণ-অভ্যুত্থানে ছাত্রদের ওপর হামলাকারী ও ক্যাম্পাসে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনাকারী ছাত্রলীগের সদস্যের শাস্তির আওতায় আনার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে যাচাই-বাছাই শেষে তাঁদের শাস্তি নিশ্চিত করা হবে। মাদক ও র‍্যাগিং নামক ব্যাধি নির্মূলে আমরা কঠোর অবস্থানে আছি। হলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হল প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীরাও আমাদের সহায়তা করছেন।

নিউজটি পোস্ট করেছেন : Shimul hossain

কমেন্ট বক্স

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ